পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি

পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারা দেশে বেসরকারি বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন।

এ নিয়ে আজ বিআরটিএ’তে ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত আসা পর্যন্ত চলবে এ ধর্মঘট। ধর্মঘটের ফলে গত কয়েকদিন থেকেই দুর্ভোগে সাধারণ জনগণ।শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে আজ সব ধরনের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকে বিপাকে মানুষজন।

বাংলাদেশ বাস মালিক সমিতি জানিয়েছে, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না।অন্যদিকে লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ভাড়া বৃদ্ধির ঘোষণা আসলে আবার লঞ্চ চলাচল করবে।