বাঁশখালীতে কৃষকের স্বপ্নের সোনার সবজি ফসল

নজরুল শামীম সরজমিন ঘুরে চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূল ও পাহাড়ি অঞ্চলের মাটি ভেদ করে উৎপাদিত হচ্ছে কৃষকের স্বপ্নের সোনার ফসল। তারই ধারবাহিকতায় এ বছর শুস্ক মৌসুমে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে সবজির বাম্পার ফলন ঘটেছে। কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির সবজির রপ্তানি হচ্ছে দেশের সর্বত্র। দামও রয়েছে সন্তোষজনক। এদিকে আজ বৃহস্পতিবার সাগর উপকূলে সরজমিনে গিয়ে দেখা যায়, শশা, টমেটো, মিস্টি কুমড়া চাষে ছেয়ে গেছে দীর্ঘ ২৬ কিলোমিটার বেড়িবাঁধের পাদদেশ। তাছাড়া উপকূল ও পাহাড়ি অঞ্চলের ৫ শতাধিক হেক্টর জমিতে চাষীরা সবজির চাষ করেছে। উৎপাদিত বিভিন্ন প্রজাতির সবজি গুলো স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র রপ্তানির জন্য স্তুপ করে রেখে ট্রাকে ট্রাকে ও বিভিন্ন যানবাহনযোগে পৌছে দিচ্ছে। ভাল শশা উৎপাদন ও ফলনের কারণ জানতে চাইলে স্থানীয় চাষী নুর মোহাম্মদ ও মাহাবু আলম বলেন, এখানকার মাটি খুবই উর্বর। তাই অল্প সময়ে ফলন ভালো হয়ে থাকে । বাঁশখালীর উপকূলের সবজি ক্ষেত গুলো যথাযথ ভাবে সংরক্ষণে স্থানীয় এবং রাষ্ট্রীয় ভাবে যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে উপকূলীয় চাষীরা তাদের কষ্টার্জিত চাষের ফলন যথাযথ ভাবে পাবে।