শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি -আজ বিশ্ব শিশু দিবস

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি -আজ বিশ্ব শিশু দিবস
আজ বিশ্ব শিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। একই সঙ্গে দেশে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ-২০২১। ৪ থেকে ১০ অক্টোবর সারা দেশে সপ্তাহটি পালন করা হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য-শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি।শিশুর অধিকার, সুরক্ষা, শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যেই এই সপ্তাহ ও দিবস পালিত হয়ে থাকে। শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে এ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। একই সঙ্গে ৫ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন করা হবে। এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য-আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব। বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফসহ দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে আলোচনাসভা।