শহীদ জায়া জননী বেগম মুশতারী শফী আর নেই

শহীদ জায়া জননী বেগম মুশতারী শফী আর নেই

বিপ্লব সেন গুপ্ত ডেক্সঃ দেশের বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, শহীদ জায়া ও জননী বেগম মুশতারী শফী আর নেই। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ….রাজেউন। আমরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি।
বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি অসাধারণ গ্রন্থ উপহার দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো : ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ প্রভৃতি শাখায়ও অবদান রেখেছেন।
১৯৬০-এর দশকে তিনি চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠন থেকে তিনি ‘বান্ধবী’ নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করেন ও ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা পালনের জন্য বাংলা একাডেমি ২০১৬ সালে তাঁকে ‘ফেলোশিপ’ প্রদান করে। তিনি গত বছর ২০২০ সালে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ‘রোকেয়া পদক’