ত্যাগী নেতাদের অনুসরণ করে দলকে এগিয়ে নিতে হবে: আ জ ম নাছির

রোববার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত, বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় পরিষদের সাবেক সদস্য, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী এন.জি মাহমুদ কামাল এর ৩১ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, এনজি মাহমুদ কামাল পারিবারিকভাবে আমাদের খুব কাছের মানুষ ছিলেন। তাঁর এই স্মরণ সভা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ায় আমি অনুপ্রাণিত।চৌধুরী এনজি মাহমুদ কামাল একজন বিনয়ী, সদালোপী এবং সর্বোপরী একজন পরিচ্ছন্ন ও সুদর্শন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বনেদি ঘরের সন্তান হয়েও গণমানুষের নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চৌধুরী এনজি মাহমুদ কামালের ৩১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একজন প্রিয় মানুষ হিসেবে ৭৫ পরবর্তী সময়ে তিনি যথেষ্ট সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে যে আয়োজনটি হয়েছে এবং তাঁর দীর্ঘ রাজনীতিক জীবনের বক্তব্য যারা উপস্থাপন করেছেন এবং শ্রবণ করেছেন সেখান থেকে আমাদের আগামীর নবযাত্রাকে স্বাগত জানাই।

আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমণ এবং ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রতিটি থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করে আ জ ম নাছির উদ্দীন বলেন, অত্যন্ত শৃঙ্খলভাবে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তাঁকে বরণ করবো। এই ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পরিবারের সদস্য ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমস, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।