সাগর উত্তাল,সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র ঝড়োবাতাস মাঝারি থেকে ভারি বৃষ্টিতে  বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। তীরে আছড়ে পড়ছে উঁচু উঁচু ঢেউ। এ কারণে বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে ঝুঁকি এড়াতে নিরপদে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 আবহাওয়া সূত্রে জানা ,

মেঘমালার প্রভাবে গত দুদিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গত কাল থেকে  চট্টগ্রাম, কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে এতে সাগর বেশ উত্তাল থাকায়   

সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

 আবহাওয়া অফিস জানান, আগামী ৭২ ঘণ্টায় বষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে উপকূলে তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।