আল-আমিন পাবলিক স্কুল এন্ড কলেজ’র জাতীয় শোক দিবসে

বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে শ্রদ্ধা
জানিয়ে আল-আমিন পাবলিক স্কুল এন্ড কলেজ’র সম্মেলন কক্ষে শোক দিবস উপলক্ষে
“বঙ্গবন্ধু ও তার শৈশব” শীর্ষক আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়৷ অনুষ্ঠান সূচীতে শুরুতেই প্রত্যেকে কালো ব্যাচ ধারণ করে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার মাধ্যমে দিনের প্রথম কার্যক্রম শুরু হয়৷ শ্রেনীভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতার মাধ্যমে দিনের দ্বিতীয় কর্মসূচি পালন করা হয়৷ বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব রমজান আলী স্যারের সভাপতিত্বে “বঙ্গবন্ধু ও তার শৈশব” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক জনাব সীমান্ত বড়ুয়া৷ এছাড়াও স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাগনের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক জনাব খুরশীদা বেগম, জনাব তসলিমা আক্তার, জনাব শারমিন আকতার৷ এছাড়াও শিক্ষক জনাব কাউসার হোসেন, জনাব ওলফাত আরা রেশমি, হাফেজ মোঃ হুবাইব, জনাব আমেনা আক্তার, জনাব সাহিনূর আক্তার৷ বক্তারা তাঁদের বক্তব্যে, ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আদর্শ মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখার জন্য প্রত্যয়ী হবার আহবান জানান”৷ পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়৷ পরে শহীদদের রূহের মাগফিরাত ও বিশ্বশান্তি কামনায় মিলাদ মাহফিলের মাধ্যমে শোক দিবসের আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে৷