ব্রেকিং নিউজঃ কাঁচামরিচে আগুন সবসবজি বাজার চড়া ভোগান্তিতে মানুষ …

সায়মন শাহদাত / এস আহমেদ ডেক্স প্রতিবেদনঃ » আজ রবিবার নগরীর বিভিন্ন বাজার সরেজমিন ঘুরে দেখা কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম বেড়েছে বিশেষ করে লাফিয়ে লাফিয়ে কাঁচা মরিচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে গতকালের চেয়ে কয়েক গুণ দাম বেড়ে আজ ২৮০ টাকায় ঠেকেছে। কাঁচাবাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দাম কেজিতে বেড়েছে ১০থেকে ২০টাকা। বাজারে গিয়ে জানান গতকাল শনিবার থেকে কাঁচামরিচ ২৮০ টাকা বিক্রি হয় আজ ও ৩০০ টাকা বিক্রি হচ্ছে তার কারণ অস্বাভাবিক বন্যায় কাঁচা মরিচ বাজারে নেই এই সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়িয়ে দিচ্ছেন অন্যদিকে সব ধরনের সবজি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অনেক ক্রেতা জানান এভাবে মহাসঙ্কটে মানুষের অর্থনৈতিক মন্দা অবস্থায় যখন মানুষ দিশেহারায় সংকটাপন্ন এভাবে বাড়তে থাকলে আগামীতে না খেয়ে মরতে হবে বলে মত কয়েকটি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মাছ-মাংসের বেশি দামের কারণে যারা অন্তত সবজি দিয়ে দিন পার করতেন ভোগান্তিতে পড়েছেন সেসব স্বল্প আয়ের মানুষও।  সবজি বিক্রেতা আব্দুস সালাম জানান, কাঁচা শাকসবজির দাম সব সময়ই ওঠানামা করে বর্ষাকালে সাধারণত সবজির দাম বাড়ে। তবে এখন পচনশীল হওয়ায় শুধু আলু ও কাঁচামরিচের দাম বেড়েছে বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজি নেই।