‘শিশুসাহিত্য উৎসব ২০২২’উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

‘শিশুসাহিত্য উৎসব ২০২২’উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
মহসিন চৌধুরী ডেক্সঃ উৎসবমুখর পরিবেশে শিশুসাহিত্যের রাজধানী খ্যাত চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘শিশুসাহিত্য উৎসব ২০২২’। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে শুক্রবার (২১ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী উৎসবে যোগ দিলেন দেশের নানা প্রান্তের শিশুসাহিত্যিকরা।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী।
শিশুসাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রহীম শাহ ও আনজীর লিটনের সংবর্ধনা অনুষ্ঠানে কাইজার চৌধুরী বলেন, শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু আমাদের অহঙ্কারের বিষয়। গৌরবে উদ্দীপ্ত হওয়ার বিষয়। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল এই একুশটি বছর আমাদের বঙ্গবন্ধুবিহীন কাটাতে হয়েছে। এই একুশ বছর আমাদের শিশু-কিশোররা বঙ্গবন্ধুকে জানতে পারেনি। তারা জানতে পারেনি বঙ্গবন্ধুর ত্যাগ ও এদেশের রক্তাক্ত ইতিহাসের কথা। ফলে বঙ্গবন্ধু ও দেশপ্রেমবিমুখ কিশোরদের মধ্যে গড়ে উঠেছে কিশোরগ্যাং। কিশোর প্রজন্মোর এ সংকট উত্তরণে আমাদের শিশুসাহিত্যিকদের দায়িত্ব নিতে হবে। কারণ শিশু-কিশোরদের মনে শুভবোধ জাগ্রত করতে পারে শিশুসাহিত্যিকরা।
বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক কবি রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত শিশুসাহিত্যিক রহীম শাহ ও আনজীর লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু ও শিমু রহমান।