এয়ারপোর্ট রোডে যাত্রীবাহী বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৩

নগরীর ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোডে নিউমুরিংয়ের সামনে যাত্রীবাহী বাসে তেলবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের এক পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় ৯নং ঘাটের সাউথইস্ট ইস্টার্ন ট্যাঙ্ক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী জানান

নিহতরা হলেন রেলওয়ের পয়েন্টস ম্যান মো. আজিজুল হক (৩০), বাসের চালক ও সহকারী আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। নিহত রেলওয়ের পয়েন্টসম্যান মো. আজিজুল হক রাউজান উপজেলার কদলপুর গ্রামের আছাদ আলী বলির বাড়ির আবুল হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আজিজুল হক মেঝ। আজিজুল হক এক মাস আগে রেলের চাকরিতে যোগ দেয়। এখনো প্রথম মাসের বেতনও পায়নি বলে হাসপাতালে তার স্বজনরা জানিয়েছেন। এই ব্যাপারে বলেন, ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোড মেঘনা অয়েলের সামনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসটি উল্টে যায় এবং বাসের দুইজনসহ এক রেলকর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।